ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কলমানি মার্কেট চালু রাখার নির্দেশ

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কলমানি মার্কেট চালু রাখার নির্দেশ

সীমিত আকারে রিভার্স রেপো এবং আন্তঃব্যাংক কলমানি মার্কেট চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগ্রহী ব্যাংকগুলো প্রয়োজনীয় ফরম পূরণ করে বিধি অনুযায়ী দুপুর সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সিকিউরিটিজ শাখায় রেপোর দরপত্র দাখিল করবে।  পাশাপাশি একই সময়ের মধ্যে লেনদেনের বিবরণী যথানিয়মে ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পাঠাতে হবে।

বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি যে ঋণ নেয় তাকে রেপো বলে।  অন্যদিকে ব্যাংকগুলো তাদের উদ্ধৃত অর্থ নির্দিষ্ট মুনাফার বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখলে তাকে রিভার্স রেপো বলে।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়