ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১০ টাকা কেজি চাল, বিক্রি শুরু ৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ টাকা কেজি চাল, বিক্রি শুরু ৫ এপ্রিল

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য কেজি ১০ টাকা দামে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৫ এপ্রিল) থেকে ঢাকায় চাল বিক্রির কার্যক্রম শুরু হবে।

চাল বিক্রি হবে রাজধানীর কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কাছে। এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) দেখিয়ে একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবে।

এমএস কার্যক্রমের আওতায় প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাল বিক্রি  হবে।  রাজধানীর প্রতিটি কেন্দ্রের জন্য প্রতিদিন ৩ মেট্রিক টন এবং ঢাকার বাইরে প্রতি কেন্দ্রের জন্য ২ মেট্রিক টন চাল বিক্রি হবে।  খাদ্য অধিদপ্তরের নিবন্ধিত ডিলারদের মাধ্যমে চাল বিক্রি করা হবে।


আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়