ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রমজান উপলক্ষে টিসিবির ট্রাক সেল শুরু

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রমজান উপলক্ষে টিসিবির ট্রাক সেল শুরু

আসন্ন রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৩৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে চিনি, ডাল ও সয়াবিন তেল বিক্রির উদ্যোগ নিয়েছে।

ঢাকায়-৫০টি, চট্টগ্রামে-১৬টি, অন্যান্য বিভাগীয় শহরে ১০টি করে ও জেলা সদরে-৪টি করে ট্রাকে বা ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবে।  টিসিবির এ কার্যক্রম ২ এপ্রিল থেকে শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলবে বলে টিসিবি সূত্রে জানা গেছে।

ট্রাক সেল প্রক্রিয়ায় প্রতি দিন প্রতিটি ট্রাকের জন্য ১০০০ থেকে ১৫,০০ কেজি বিক্রি হবে ৫০ টাকা। প্রতি ক্রেতা ৪ কেজি করে চিনি কিনতে পারবেন।  মশুর ডাল ট্রাক প্রতি ২০০ থেকে ৩০০ কেজি বরাদ্দ দেওয়া হবে।  প্রতি কেজি মশুর ডালের দাম ৫০ টাকা।  একজন ক্রেতা ২ কেজি করে ডাল কিনতে পারবেন।  প্রতিটি ট্রাকে ১৫০০ লিটার সয়াবিন তেল সরবরাহ করা হবে।  প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ৮০ টাকায়।  একজন ক্রেতা ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

ঢাকা শহরে বিক্রয়ের সম্ভাব্য স্থান হচ্ছে—প্রেসক্লাব, সচিবালয় গেইট, দিলকুশা, বাংলাদেশ ব্যাংক, যাত্রবাড়ী বাজার, ইত্তেফাক মোড়, শান্তিনগর বাজার, ডিসি অফিস, শাজাহানপুর বাজার, শ্যামলী মোড ন্যাম গার্ডেন, গাবতলী/টেকনিক্যাল, বাংলা কলেজ, সাভার বাজার, খামারবাড়ী, আনন্দ সিনেমা (ফার্মগেট), বেগুনবাড়ী, মিরপুর-১ মাজার রোড, নন্দীপাড়া কৃষি ব্যাংক,উত্তরা/আবদুল্লাহপুর,আদাবর/মনসুরাবাদ, হাজী ক্যাম্প, শেওড়াপাড়া, ৬০ফিট (ভাঙ্গা মসজিদ), মিরপুর-১০ গোলচক্কর, মিরপুর-১১,মিরপুর-২/২২,মিরপুর-১৩ দিগন্ত সমবায় সমিতি, মিরপুর-১৪ কচুক্ষেত, আনসার ক্যাম্প মিরপুর, ভাষনটেক বাজার,কালশী (ইসিবি), পলাশি ছাপড়া মসজিদ; 

জিগাতলা/ধানমন্ডি সরকারি কলোনী, শাহ সাহেব বাজার/আজিমপুর, বছিলা, মতিঝিল সরকারি কলোনী, মধ্যবাড্ডা, সাতারকুল বাজার, বনশ্রী বাজার, মেরাদিয়া বাজার,মুগদা, গুপিবাগ কমিউিনিটি সেন্টার, শনির আখড়া, সারুলিয়া বাজার, গুলশান ভাটারা বাজার, উত্তর বাড্ডা বাজার, সাতারকুল, রামপুরা বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, ধলপুর কমিউনিটি সেন্টার, মৌচাক, মালিবাগ বাজার, খিলগাঁও তালতলা, কাপ্তান বাজার, শোয়ারিঘাট/নবাবগঞ্জ সেকশন, রাজলক্ষী/জসিমউদ্দিন, উত্তরা আজমপুর; 

আশকোনা হাজী ক্যাম্প,২৩০, গুদামের পেছনে, ৩৪৪/সি গুদামের সামনে, কচুক্ষেত বাজার, পান্থপথ, গোপীবাগ খোকন কমিউনিটি সেন্টার, শনির আখড়া, নিপ্পন বটতলা, রায়ের বাজার, খিলক্ষেত বাজার, টঙ্গী বাজার ঢাকা উদ্যান, শাহবাগ জাদুঘর, নিউমার্কেট, কামরাঙ্গী চর লোহার পুল, বাবু বাজার ওভারব্রিজ, ভিক্টোরিয়া পার্ক, নন্দিপাড়া কৃষি ব্যাংকের সামনে পণ্য বিক্রি কার্যক্রম চলবে।


হাসনাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়