ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজধানীর ২ হাসপাতালে পিপিই দিলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীর ২ হাসপাতালে পিপিই দিলো ওয়ালটন

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে চিকিৎসকদের নিরাপত্তায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিটিউটে পিপিই সরবরাহ করেছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন।

শনিবার (৪ এপ্রিল)  বিকেলে রাজধানীর ওই দুই হাসপাতালে পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) হস্তান্তর করা হয়।

ওয়ালটনের পক্ষে পিপিই হস্তান্তর করেন ইঞ্জিনিয়ার মো. শামিউল ইসলাম এবং সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার মো. শামিউল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৪ টায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে গিয়ে দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. সুবীর চন্দ্র দাসের কাছে ৫০ পিস পিপিই হস্তান্তর করেছি।  এরপর বিকেল ৫ টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রেজিষ্ট্রার ডা. মো. মাইনুল ইসলামের কাছে ২৩ পিস পিপিই হস্তান্তর করা হয়।

ওয়ালটনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এক প্রতিক্রিয়ায় নিউরোসায়েন্সেস হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সুবীর চন্দ্র দাস বলেন, বিষয়টি সত্যিই খুব আনন্দের। দেশের এমন পরিস্থিতিতে সবারই এভাবে এগিয়ে আসা প্রয়োজন।  সরকারি সহযোগিতা রুট লেভেলে পৌঁছাতে সময় লাগে। বেসরকারি পর্যায় থেকে যদি এভাবে ওয়ালটনের এর মত মতো সবাই এগিয়ে আসে, তাহলে দেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, ওয়ালটন আজ আমাদের ৫০টি পিপিই দিয়েছে। আগামীকাল আমরা আমাদের মেডিক্যাল অফিসারদের মধ্যে এগুলো সরবরাহ করবো।

করোনার মতো ভয়াবহ পরিস্থিতিতে বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন হাসপাতলে পিপিই সরবরাহ করে আসছে ওয়ালটন।


সাওন/রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়