ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

১৪ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকের লেনদেন চালু

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৪ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকের লেনদেন চালু

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার নতুন করে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়েছে। এর সঙ্গে সমন্বয় রেখে দেশের সব তফসিলি ব্যাংকগুলোকে সীমিত আকারে লেনদেন চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

জনগণের প্রয়োজন বিবেচনা করে ছুটির সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সরকারের নির্দেশনা অনুসারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হচ্ছে। আর ব্যাংক খোলা থাকছে বিকেল ৩টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে ৫-৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির সময় সীমিত আকারে লেনদেন চালু রাখার নির্দেশনা জারি করে গত বৃহস্পতিবার।

এর আগেও দুই দফায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার গত ২৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। এই সময়ও ব্যাংকের লেনদেন সীমিত আকারে চালু রাখা হয়।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়