ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত

করনোভাইসার আতঙ্কের সুযোগে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ভোক্তা অধিকারের সাতটি টিম পৃথকভাবে রাজধানীর গুলশান-২, বনানী কাঁচাবাজার, মহাখালী বাজার, রামপুরা, হাতিরপুল, পলাশী, নিউমার্কেট, কারওয়ান বাজার, ইন্দিরা রোড কাঁচাবাজার, পশ্চিম রাজাবাজার, শুক্রাবাদ বাজার, পান্থপথ, বউ বাজার, কাঁঠালবাগান বাজার, যাত্রাবাড়ী, ধলপুর, মানিকনগর এলাকায় বাজার মনিটরিং করে।

সাতটি টিমের নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিকারের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, ফাহমিনা আক্তার, রোজিনা সুলতানা ও তাহমিনা বেগম। 

অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার বিকেলে রাইজিংবিডিকে বলেন, অভিযানে বনানী কাঁচাবাজারের চারটি দোকানকে সাড়ে ৪ হাজার টাকা অর্থ দণ্ড দেওয়া হয়।


ঢাকা/নূর/জেডআর 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়