ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় ডাচ-বাংলা ব্যাংকের এজিএম স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ১৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ডাচ-বাংলা ব্যাংকের এজিএম স্থগিত

পুঁজিবাজারে ব্যাংক খাতের তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ডাচ-বাংলা ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৭ এপ্রিল ডাচ-বাংলা ব্যাংকের এজিএম হওয়ার কথা ছিল। কিন্তু সারা দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এজিএম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

পরবর্তীতে এজিএম’র নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চতুর্থ দফা সাধারণ ছুটির মেয়াদ বড়িয়েছে সরকার। ফলে ব্যাংকটির এজিএম আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সব মিলিয়েই ব্যাংকটি পূর্বঘোষিত এজিএম স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ ডাচ-বাংলা ব্যাংকের পর্ষদের সভায় আগামী ২৬ এপ্রিল এজিএম’র সময়সূচি চূড়ান্ত করা হয়। ওই বৈঠকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

 

ঢাকা/এনটি/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়