ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পরিস্থিতি স্বাভাবিক হলে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আবেদন শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিস্থিতি স্বাভাবিক হলে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আবেদন শুরু

দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এক্সপ্রেস ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ও চাঁদা সংগ্রহের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

সংকটময় এ পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে আইপিও’র আবেদন ও চাঁদা সংগ্রহের কার্যক্রম ফের শুরু হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক্সপ্রেস ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব লিয়াকত আলী খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও’র আবেদন ও চাঁদা সংগ্রহের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।  সরকার সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে। ফলে ১৩ এপ্রিল থেকে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও’র আবেদন ও চাঁদা সংগ্রহের কার্যক্রম শুরু হয়নি। এ বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

এর আগে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও’র আবেদন ও চাঁদা সংগ্রহের জন্য ১৩ এপ্রিল নির্ধারণ করে কোম্পানি কর্তৃপক্ষ।

গত ১৮ ফেব্রুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র ৭১৯তম সভায় এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি বাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ট্রেজারি বন্ড ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির বিগত ৫ বছরে ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা এবং পুনঃমূল্যায়নসহ শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৭২ টাকায়। আর পুনঃমূল্যায়ন ছাড়া এনএভিপিএস ১৬.৬৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল এবং বিএলআই ক্যাপিটাল লিমিটেড।

ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে কার্যক্রম শুরুর ৫ম কার্যদিবসের আগে কমপক্ষে এক কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে।


ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়