ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাধারণ ছুটিতে শুল্ক ও ভ্যাট অফিস খোলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ৫ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাধারণ ছুটিতে শুল্ক ও ভ্যাট অফিস খোলা

করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে সাধারণ ছুটি বৃদ্ধি পেলেও শুল্ক ও ভ্যাটের সব অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (০৫ মে) এনবিআর’র শুল্ক ও ভ্যাট প্রশাসন অনুবিভাগ জেলা-উপজেলা পর্যায়ে ভ্যাট অফিস খোলা রাখার নির্দেশনা জারি করেছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের সাধারণ ছুটি সময় ১৬ মে (শনিবার) পর্যন্ত বাড়ানোর পরিপ্রেক্ষিতে নতুন এ নির্দেশনা দিয়েছে এনবিআর।

নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ ছুটির সময়ে জরুরি প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট অনুবিভাগের আওতাধীন বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে সব দপ্তর খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে করোনাভাইরাসের (কোভিড-১৯) গণসংক্রমণ রোধে প্রয়োজনীয় সতর্কমূলক ব্যবস্থা নিতে হবে।

আমদানি-রপ্তানির সুবিধার্থে গত ৩০ মার্চ থেকেই এনবিআরের শুল্ক ও ভ্যাট অফিস সীমিত আকারে খোলা রেখেছে।


ঢাকা/এম এ রহমান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়