ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হিলিতে কমেছে আদা-রসুন ও পেঁয়াজের দাম

হিলি (দিনাজপুর) || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩১, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিলিতে কমেছে আদা-রসুন ও পেঁয়াজের দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে আদার দাম কমেছে একশ টাকা, রসুনে ২০ টাকা ও পেঁয়াজে কমেছে ৮ টাকা। বাজারে আমদানি বাড়ার কারণে দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা। আর দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

খুচরা ব্যবসায়ী সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, গেল সপ্তাহে হিলি বাজারে আদা প্রতি কেজি বিক্রি হয়েছে তিনশ টাকা, বর্তমানে ১শ টাকা কেজিতে কমে বিক্রি হচ্ছে ২শ টাকা কেজি দরে। এদিকে ২০ টাকা কেজিতে কমে রসুন বিক্রি হচ্ছে ৯০ টাকা ও কেজিতে ৮টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ টাকায়।

একজন ক্রেতা রাইজিংবিাডিকে জানান, করোনার প্রাদুর্ভাবে কাঁচা বাজারে সব জিনিসের দাম অনেকটাই কম রয়েছে। তবে আদার দাম এতোটা বেশি হয়েছিল তা সাধ্যের বাইরে। সবজি বাজারে সব ধরনের কাঁচাবাজার কিনেতে সমস্যা হতো না, আদার দাম শুনে মাথায় হাত উঠতো। আজ বাজারে আদার দাম কমেছে শুনে অনেকটা স্বস্তি পাচ্ছি। এক সপ্তাহ আগে আদা কিনেছিলাম তিনশ টাকা, আজ সেই আদা ২শ টাকা কেজি দরে কিনলাম।

হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান রাইজিংবিডিকে বলছেন, আদা ও রসুনের আমদানি বাজারে বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। টিসিবি ২৫ টাকা কেজি দরে বিক্রি ঘোষণা দেওয়ায় কমতে শুরু করেছে পেঁয়াজের দামও।


মোসলেম/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়