ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিঙ্গারের ৭৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিঙ্গারের ৭৭ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে প্রকৌশলখাতের তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশের ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির এ সভা অনুষ্ঠিত হয়।  কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এজিএমে সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান ড. ফাতিহ কামাল এবিচলিওলু সভাপতিত্ব করেন। এ সময় ২০১৯ সালের সমাপ্ত আর্থিক হিসাব বছরের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ এবং অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকায় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেন উপস্থিত শেয়ারহোল্ডাররা।

করোনার প্রভাবে এবারই প্রথম সিঙ্গারের এজিএম ডিজিটাল ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছে।  ডিজিটাল ফরম্যাটে অনুষ্ঠিত এজিএম-এ অংশগ্রহণের জন্য সদস্যদেরকে ধন্যবাদ জানান চেয়ারম্যান।

সভায় সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান ড. ফাতিহ কামাল এবিচলিওলু জানান, বিক্রয় এবং মুনাফার দিক দিয়ে ২০১৯ সাল ছিল সিঙ্গার বাংলাদেশের সাফল্যের বছর। ফলে বিনিয়োগকারীদের জন্যেও তা সন্তোষজনক।


ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়