ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩১ মে লেনদেন চালুর প্রস্তুতিতে ডিএসই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৩১ মে লেনদেন চালুর প্রস্তুতিতে ডিএসই

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আগামী ৩১ মে থেকে লেনদেন চালুর প্রস্তুতি নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিএসইর সব কর্মকর্তা-কর্মচারীকে ৩১ মে অফিসে যোগ দিতে বলা হয়েছে।

রোববার (২৪ মে) ডিএসইর চেয়ারম্যানের নির্দেশনার আলোকে ডিএসইর মানবসম্পদ বিভাগ থেকে সব বিভাগের প্রধানের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ডিএসইর চেয়ারম্যান আগামী ৩১ মে থেকে লেনদেন চালুর জন্য প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন। ফলে আগামী ৩১ মে থেকে ডিএসইর নিয়মিত কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে ৩১ মে অফিসে যোগদানের অনুরোধ করা হলো।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিভিন্ন গণমাধ্যমে জুন মাসের প্রথম সপ্তাহেই পুঁজিবাজারের লেনদেন চালুর কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে সরকারের সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে গত ২৬ মার্চ থেকে পুঁজিবাজারও বন্ধ রয়েছে।

 

ঢাকা/এনটি/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়