ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রথম প্রান্তি‌কে পাওয়ার গ্রিডের ই‌পিএস ক‌মে‌ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রথম প্রান্তি‌কে পাওয়ার গ্রিডের ই‌পিএস ক‌মে‌ছে

পুঁজিবাজারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড অব বাংলাদেশ লিমিটেডের চলতি ২০১৯-২০ আ‌র্থিক হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্র‌তি‌বেদন অনুযায়ী কোম্পানি‌টির শেয়ারপ্রতি আয় (ই‌পিএস) ক‌মে‌ছে।

মঙ্গলবার (২৬ মে) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আ‌লোচ্য প্রান্তিকের হিসাব বছরের পাওয়ার গ্রিডের ই‌পিএস হয়েছে ৮৩ পয়সা। গত বছরের একই সম‌য়ে কোম্পা‌নি‌টির ই‌পিএস ছিল ১ টাকা ১৮ পয়সা।

হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক তথা নয় মাসে (জুলাই-মার্চ, ২০২০) কোম্পানির ইপিএস হয়েছে ৪  টাকা ১৮ পয়সা, গত বছরের একই সময়ে  ছিল  ৩ টাকা ৭৫ পয়সা।

 

ঢাকা/এন‌টি/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়