ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা সংকট উত্তরণে ব্র্যান্ড প্রাকটিশনার্সের লাইভ সেশন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা সংকট উত্তরণে ব্র্যান্ড প্রাকটিশনার্সের লাইভ সেশন

করোনা সংকটকালীন সময়ে মার্কেটিং অপারেশন কীভাবে হতে পারে তা নিয়ে ‘মিট দ্য মার্কেটিং মায়েস্ত্রোস: ক্রাইসিস অ্যান্ড দা সারভাইভিং মার্কেটিং’ সেশন আয়োজন করেছে ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৯টায়  সবুক পেজে এই লাইভ শুরু হবে।

আলোচনায় যোগ দেবেন যোগ দেবেন প্রফেসর ড. মিজানুর রহমান (ভাইস চ্যান্সেলর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়),  প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার (ডিরেক্টর, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়), সৈয়দ আলমগীর (ব্যবস্থাপনা পরিচালক,  এসিআই কনজ্যুমার  ব্র্যান্ডস)।

লাইভ সেশন পরিচালনা করবেন মেন্টর আশরাফ বিন তাজ (প্রেসিডেন্ট, মার্কেটিং সোসাইটি অফ বাংলাদেশ এবং ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি)।

লাইভ মার্কেটিং কনফারেন্সের টাইটেল স্পন্সর ওয়ালটন ই প্লাজা।  সহ-আয়োজক প্রথম আলো ডটকম ও প্রিয়শপ ডটকম।

লাইভ মার্কেটিং কনফারেন্স আয়োজনের হোম অ্যাপ্লায়েন্স পার্টনার ওয়ালটন স্মার্ট ফ্রিজ, ডিজিটাল পেমেন্ট পার্টনার এসএসএলকমার্য, নিউ্ট্রিসান পার্টনার গ্রামীণ-ডানোন, লাইফ স্টাইল পার্টনার ফিওনা, লাইভ পার্টনার ভাইসব ডিজিটাল, নলেজ পার্টনার এডস অফ বাংলাদেশ এবং ক্রিয়েটিভ পার্টনার বাযুকা কম্যুনিকেসান্স।

লাইভ মার্কেটিং কনফারেন্সটি দেখা যাবে fb.com/BrandPractitionersBD পেজ থেকে।

 

অগাস্টিন সুজন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়