ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা মোকাবিলায় এডিবি দিচ্ছে প্রায় আড়াই লাখ ডলার

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় এডিবি দিচ্ছে প্রায় আড়াই লাখ ডলার

বিশেষ প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধের অবকাঠামো সুবিধা বাড়াতে দুই লাখ ৩১ হাজার ১৭৮ ডলার অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

দেশের শহর এলাকার ১৩৪টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবকাঠামো সুবিধা বাড়াতে এ অর্থ ব্যয় হবে। শনিবার (৩০ মে) এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এডিবির সহায়তা নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় নয়টি সিটি করপোরেশন ও চারটি পৌরসভা এলাকার নগর স্বাস্থ্যকেন্দ্রে করোনা প্রতিরোধের অবকাঠামো সুবিধা তৈরি করা হবে।

এই অনুদানের অর্থ দিয়ে নগর এলাকার দরিদ্র মানুষের জন্য হাত ধোয়ার আনুষঙ্গিক অবকাঠামো তৈরি করা হবে। এছাড়া দুই হাজার ৭০০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর জন্য ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর ব্যবস্থা করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘করোনা মোকাবিলায় সরকারের উদ্যোগগুলো শক্তিশালী করতে এডিবি এই সহায়তা দিচ্ছে।’

 

ঢাকা/হাসনাত/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়