ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৬৬ দিন পর উভয় স্টক এক্স‌চে‌ঞ্জে লেনদেন চল‌ছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩০, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৬৬ দিন পর উভয় স্টক এক্স‌চে‌ঞ্জে লেনদেন চল‌ছে

করোনা প‌রি‌স্থি‌তি‌র ম‌ধ্যে টানা ৬৬ দিন বন্ধ থাকার পর রোববার (৩১ মে) দেশের উভয় স্টক এক্স‌চে‌ঞ্জে লেনদেন চালু হয়ে‌ছে।

এদিন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া লেনদেন বিরতিহীনভাবে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ও সব প্রকার সুরক্ষা নিশ্চিত করে এ লেনদেন কার্যক্রম চলছে বলে জা‌নি‌য়ে‌ছে ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ।

এ‌দিন লেন‌দেন শুরুর প্রথম ১ ঘণ্টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩১ প‌য়েন্ট বে‌ড়ে ৪০৪০ প‌য়েন্ট অবস্থান কর‌ছে। এসম‌য়ে লেন‌দেন হ‌য়ে‌ছে ৬২ কো‌টি ৬৩ লাখ টাকা। একইভা‌বে ‌সিএসইর সিএসইএক্স সূচক ৯২ প‌য়েন্ট বে‌ড়ে ৯৬৫২ প‌য়ে‌ন্টে অবস্থান কর‌ছে। এসময় লেন‌দেন হ‌য়ে‌ছে ১ কো‌টি ৩০ লাখ টাকা।

দীর্ঘ বিরতির পর শেয়ারবাজারে আবার লেনদেন চালু হলেও দর্শনার্থীদের অফিসে প্রবেশ করতে নিরুৎসাহিত করেছে ডিএসই ও সিএসই। একইসঙ্গে কর্মীদের শিফটিং অফিসের ব্যবস্থা করা এবং অফিসে মুখোমুখি বৈঠক থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে এ দুই স্টক এক্স‌চেঞ্জ৷

তবে বিনিয়োগকারীদের সব থেকে বেশি যাতায়াত স্থান ঢাকা স্টক এক্সচেঞ্জের মতিঝিলের ডিএসই বিল্ডিং এবং ডিএসই এনেক্স বিল্ডিংয়ে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা রাখা হয়েছে৷

একই সঙ্গে হাঁচি, কাশি বা সন্দেহজনক লক্ষণ থাকা কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকদের শনাক্ত করার পদক্ষেপ নিয়েছে ডিএসই। অফিস প্রাঙ্গণে প্রবেশের জন্য প্রতিবার হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা এবং ব্রোকারেজ হাউজে কর্মচারী ও গ্রাহকদের মাস্ক সরবরাহ করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএসই৷

করোনা পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে সরকার ঘো‌ষিত সাধারণ ছুটির আওতায় গত ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত উভয় স্টক এক্স‌চে‌ঞ্জে লেনদেন বন্ধ করে দেওয়া হয়।


ঢাকা/এন‌টি/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়