ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এক্সিম ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩১, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এক্সিম ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের ব্যাংক খাতের তালিকাভুক্ত এক্সিম ব্যাংক ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার (৩১ মে) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আলোচিত বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ওই লভ্যাংশ ঘোষণা করা হয়।  সোমবার (১ জুন) ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৬৯ পয়সা।  আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা।

গেল বছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ১১ টাকা ৩৭ পয়সা।  আগের বছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ঋণাত্মক ৪ টাকা ৩৭ পয়সা।

একইভাবে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৬৭ পয়সা।  আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৯ টাকা ৯৮ পয়সা।

আগামী ২৫ আগস্ট ডিজিটাল প্ল্যাটফর্মে এক্সিম ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।  এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জুন।


ঢাকা/এনটি/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়