ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাজেট অধিবেশন শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ১১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাজেট অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় পবিত্র কোরাআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন ‍শুরু হয়েছে।  অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন।  এবারের বাজেটের আকার হচ্ছে ৫ লাখ ৬০ হাজায় কোটি টাকার বেশি।  বাজেট পেশের পর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির দিনে অধিবেশন  মুলতবি থাকবে।  ১৪ ও ১৫ জুন ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা এবং সম্পূরক বাজেট পাস করা হতে পারে।

১৬ জুন প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু হবে। ২৯ জুন সোমবার বাজেটের ওপর সমাপনী আলোচনা হবে।  এদিন পাস হবে অর্থবিল।  ৩০ জুন মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস করা হবে।

এবার ১২ কার্যদিবসে হবে বাজেট অধিবেশন।  চলবে ৮ অথবা ৯ জুলাই পর্যন্ত।  অধিবেশন শুরু ও বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক শুরু হবে, চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

 

এম এ রহমান/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়