ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রেস স্পেশাল অপরচুনিটিস ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ২৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রেস স্পেশাল অপরচুনিটিস ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি রেস স্পেশাল অপরচুনিটিস ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৩ জুন) ৭২৯তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্র ৩৫ কোটি টাকা। এর মধ‌্যে উদ্যোক্তা হিসাবে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ২৫ কোটি টাকা দিয়েছে। বাকি ১০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসাবে বাংলাদেশ রেস ম্যানেজমেননট পিসিএল এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসাবে কাজ করছে সেনটিনেল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসেস লিমিটেড।

 

ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়