ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তালিকাভুক্তির অপেক্ষায় থাকা আল ফারুক ব্যাগসকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তালিকাভুক্তির অপেক্ষায় থাকা আল ফারুক ব্যাগসকে জরিমানা

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা আল ফারুক ব্যাগসকে ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 

একইসঙ্গে কোম্পানিটির দুই ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা ও নিরীক্ষা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ৭২৯তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আল ফারুক ব্যাগস ভিন্ন নিরীক্ষকের পরিবর্তে বিধিবদ্ধ নিরীক্ষা প্রতিষ্ঠান আর্টিজান চার্টার্ড অ্যাকাউন্ট‌্যাস এর মাধ্যমে করপোরেট গভর্নেন্স কোড পরিপালন সনদ দিয়েছে। যা আইপিও সংক্রান্ত প্রসপেক্টাসে অন্তর্ভুক্ত করা হয়েছে।  এ সত্ত্বেও কোম্পানিটির ইস্যু ম্যানেজার বিএমএসএল ইনভেস্টমেন্ট ও আইআইডিএফসি ক্যাপিটাল এবং কোম্পানি আইপিও প্রসপেক্টাসে সব তথ্যাদি যথাযথ আছে মর্মে ঘোষণাপত্র এবং ডিউ ডিলিজেন্স সার্টিফিকেট দিয়েছে। এর মাধ্যমে ইস্যু ম্যানেজার, নিরীক্ষা প্রতিষ্ঠান ও ইস্যুয়ার কোম্পানি পাবলিক ইস্যু রুলসের ১৬ দ্বারা এবং কমিশনের প্রজ্ঞাপন নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০৬-১৫৮/১৩৫/অ‌্যাডমিন লঙ্ঘন করেছে।

ফলে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে আল ফারুক ব্যাগসকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

এছাড়া ২ ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে ও নিরীক্ষা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়