ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তৃতীয় প্রান্তিকে ইভিন্স টেক্সটাইলসের ইপিএস কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩১, ২৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তৃতীয় প্রান্তিকে ইভিন্স টেক্সটাইলসের ইপিএস কমেছে

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইলস চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। উল্লেখিত প্রান্তিকের প্রতিবেদনের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে।

বুধবার (২৪ জুন) সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ০৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৭ পয়সা।

আর চলতি হিসাব বছরের তিন প্রন্তি তথা ৯ মাসে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা।

২০২০ সালের ৩১ মার্চ সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.১১ টাকায়। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৫ টাকা ৩২ পয়সা।


এনটি/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়