ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

প্রেসক্লাবে ক্রেস্টের বিনিয়োগকারীদের মানবন্ধন বৃহস্পতিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রেসক্লাবে ক্রেস্টের বিনিয়োগকারীদের মানবন্ধন বৃহস্পতিবার

ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদ উল্লাহকে গ্রেপ্তার এবং আত্মসাৎ করা শেয়ার ও টাকা ফেরত দেওয়ার দাবিতে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন বিনিয়োগকারীরা।

বুধবার (১ জুলাই) বেলা ১২টার দিকে রাজধানীর পুরানা পল্টনে ক্রেস্ট সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। এ সময় মানবন্ধন কর্মসূচিতে অন্য বিনিয়োগকারীরাও একাত্মতা ঘোষণা করেন।

মানবন্ধন কর্মসূচিতে বিনিয়োগকারীদের পক্ষে ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারী মো. মোজাম্মেল হক বলেন, ‘বিনিয়োগকারীরা নিশ্চিত হতে চায়, তাদের শেয়ারের নিশ্চয়তা আছে কি না? এটা যতদিন জানতে না পারছি, আমরা ততদিন উদ্বিগ্ন থাকব।  অবিলম্বে শহীদ উল্লাহকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। কারণ, আমরা শঙ্কিত যে, শহীদ উল্লাহ আমাদের অনেক বিনিয়োগকারীর শেয়ার বিক্রি করে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের ৭২ ঘণ্টার আলটিমেটাম বুধবার শেষ হয়েছে। আমাদের সমস্যা সমাধান হয়নি। তাই পরবর্তী কর্মসূচি পালনের জন্য বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সমানে মানবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছি। অতি দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

মো. শহীদ উল্লাহ গ্রেপ্তার করতে গত রোববার (২৮ জুন) ৭২ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।


ঢাকা/এনটি/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়