ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিসিবিএলের প্রথম চেয়ারম্যান হলেন সালাম সিকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিসিবিএলের প্রথম চেয়ারম্যান হলেন সালাম সিকদার

সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশের (সিসিবিএল) প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার আব্দুস সালাম সিকদার।

বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির প্রথম পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

সিএসইর চেয়ারম্যান ও সিসিবিএলের পরিচালক আসিফ ইব্রাহিম গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সিসিবিএলের প্রথম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসির সাবেক কমিশনার ও বিচারপতি আব্দুস সালাম সিকদারকে ২ বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়। 

এর আগে বিএসইসির ৭১৫তম কমিশন সভায় সিসিবিএলের জন্য সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। তারা তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন। 

দেশের উভয় স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল ও স্ট্রাটেজিক পার্টনারদের সমন্বয়ে গঠিত সিসিবিএল কোম্পানি। ২০১৮ সালের ১৬ মে সকল প্রতিষ্ঠানের মাঝে এর শেয়ার বণ্টন হয় করা। সিসিবিএলের মোট শেয়ারের ৪৫ শতাংশ ডিএসইর, ২০ শতাংশ সিএসইর, ১৫ শতাংশ ব্যাংকের, ১০ শতাংশ সিডিবিএলের এবং স্ট্রাটেজিক পার্টনারের কাছে রয়েছে ১০ শতাংশ শেয়ার।

 

ঢাকা/এনটি/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়