ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৮.২৯ শতাংশ বেড়েছে।

শনিবার (৪ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ৭৯ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে।  আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

দর বৃদ্ধির শীর্ষে দ্বিতীয় স্থানে গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশের সর্বোচ্চ দর বেড়েছে ৭ দশমিক ৯৩  শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন ৪ কোটি ৫০ লাখ ৪২ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে।   সপ্তাহজুড়ে ১৮ কোটি ১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে পূবালী ব্যাংকের দর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ।  কোম্পানিটি গড়ে প্রতিদিন ১২ লাখ ৮৫ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে।  সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

চতুর্থ স্থানে এমবি ফার্মার দাম বেড়েছে ৭ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ৬৭ লাখ ২৯ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে।  সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৬৯ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানির দর বেড়েছে ৬ দশমিক ৫৪ শতাংশ।  কোম্পানিটি গড়ে প্রতিদিন  ৬ কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন করেছে।  সপ্তাহজুড়ে কোম্পানি ২৭ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফাইন ফুডস, ফার্মা এইডস, ওয়াটা কেমিক্যালস, ন্যাশনাল ব্যাংক ও এনসিসি ব্যাংক লিমিটেড।

 

এনটি/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়