ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

গত সপ্তাহেও কোম্পানিটি লেনদেনের শীর্ষে ছিল।  সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ারের দাম ২.৯৩ শতাংশ বেড়েছে।  আলোচ্য সময়ে কোম্পানির ৭৪ লাখ ৭ হাজার ৮৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দাম ৪৯ কোটি ৭০ লাখ ৯৬ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.৪৯ শতাংশ।

শনিবার (৪ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

এদিকে, লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। গত সপ্তাহেও কোম্পানিটি দ্বিতীয় স্থানে ছিল। সপ্তাহজুড়ে কোম্পানির শেয়ারের দাম ০.৮৩ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানির ৩৩ লাখ ১৯ হাজার ৪১৯টি শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার দাম ২৭ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা, যা মোট লেনদেনের ৬.৫৪ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে গ্লোক্সোস্মিথক্লাইন বাংলাদেশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম ০.৫৪ শতাংশ বেড়েছে।  আলোচ্য সময়ে কোম্পানির ৮৪ হাজার ৮৭১টি শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার দাম ১ কোটি ৮০ লাখ ১৭ হাজার টাকা, যা মোট লেনদেনের ৭.৯৩ শতাংশ।

চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস। সপ্তাহজুড়ে কোম্পানির শেয়ারের দাম ০.৪৫ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানির ৭৪ লাখ ৪৬ হাজার ১৭৬টি শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার দাম ১৫ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.৫১ শতাংশ।

পঞ্চম অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম ০.৩৫ শতাংশ বেড়েছে।  আলোচ্য সময়ে কোম্পানিটির ৬ লাখ ৮২ হাজার ৮৮৬টি শেয়ার লেনদেন হয়েছে।  যার বাজার দাম ১১ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকা, যা মোট লেনদেনের ০ শতাংশ।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সপ্তম অবস্থানে ওয়াটা কেমিক্যালস, অষ্টম অবস্থানে লিনডে বাংলাদেশ, নবম অবস্থানে দ্য একমি ল্যাবরেটরিজ  ও দশম অবস্থানে সিটি ব্যাংক।


এনটি/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়