ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জামালউদ্দিন হায়দারের মৃত্যুতে ডিসিসিআইয়ের শোক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
জামালউদ্দিন হায়দারের মৃত্যুতে ডিসিসিআইয়ের শোক

ঢাকা চেম্বারের প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জামালউদ্দিন হায়দারের (৭৯)  মৃত্যুতে ঢাকা ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই)  সভাপতি শামস মাহমুদ ও পরিচালনা পর্ষদের সদস্যরা  গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

রোববার (৫ জুলাই) ডিসিসিআইয়ের পাঠানো এক শোক বার্তায় তারা এই শোক প্রকাশ করেন।

হায়দার ১৯৯৩-১৯৯৪ মেয়াদে ডিসিসিআই-এর উর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্রডওয়েজ চ্যাপমেন লি. এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই)  প্রতিষ্টাকালীন সভাপতি ছিলেন। তিনি আশির দশকের শুরুর দিকে জেসিআই বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের  গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

হায়দার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন এবং তিনি ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ছিলেন।

 

হাসিবুল/সাইফ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়