ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনাকালেও রেকর্ড রেমিট্যান্স, প্রবাসীকল্যাণ মন্ত্রীর অভিনন্দন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনাকালেও রেকর্ড রেমিট্যান্স, প্রবাসীকল্যাণ মন্ত্রীর অভিনন্দন

চলতি বছরের শুরু থেকেই করোনাভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট চলছে।  বৈশ্বিক শ্রমবাজারেও এর প্রভাব দৃশ্যমান।  করোনার মধ্যে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা ২০১৯-২০ অর্থবছরে ১৮.২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

এটি বাংলাদেশের অর্থনীতির জন্য বিরাট সুখবর।  ২০১৮-১৯ অর্থবছরে এর পরিমাণ ছিল ১৬.৪২ বিলিয়ন মার্কিন ডলার।  করোনাকালেও এই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রেরণের জন্য প্রবাসীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।  দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসীরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করছেন বলে এক প্রতিক্রিয়ায় এ অভিমত ব্যক্ত করেন তিনি।

প্রবাসীদের আয় দেশে বৈধভাবে প্রেরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। প্রবাসীদের সর্বাত্মক কল্যাণে শেখ হাসিনার সরকার সব সময় তাদের পাশে থাকবে মর্মে মন্ত্রী অঙ্গীকার ব্যক্ত করেন।


হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়