ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

গ্রাহকবান্ধব ‘ডুয়াল প্রিপেইড কার্ড’ আনলো এসআইবিএল

বিজনেস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গ্রাহকবান্ধব ‘ডুয়াল প্রিপেইড কার্ড’ আনলো এসআইবিএল

মানুষের জীবনযাপন আরও আনন্দময় ও উপভোগ্য করে তুলতে বিভিন্ন সুবিধা সংযোজন করে ডুয়াল প্রিপেইড কার্ড এনেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।

কার্ডটি গ্রাহকবান্ধব ও সময়োপযোগী করে তৈরি করা হয়েছে।  এটি এমন একটি ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড যা, দেশে ও বিদেশে যেকোনো এটিএম ও পস টার্মিনালসহ বিভিন্ন ই-কমার্স লেনদেনে ব্যবহার করা যায়।

এসআইবিএল ডুয়াল প্রি-পেইড কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা দেশে ও বিদেশে তাদের পড়ালেখার টিউশন ফি দেওয়ার পাশাপাশি আইইএলটিএস, টোফেল, জিআরই’র ক্ষেত্রে পেমেন্টে দিতে পারবেন।

ফ্রি-ল্যান্সারদের জন্যও রয়েছে বাড়তি সুবিধা। তারা সহজেই এসআইবিএল ডুয়াল প্রি-পেইড কার্ডের মাধ্যমে গুগল, উইন্ডোজ, ব্ল্যাকবেরিসহ বিখ্যাত অনলাইন কোম্পানির রেজিস্ট্রেশন বা লাইসেন্স ফিসহ বিভিন্ন সেবার পেমেন্টে দিতে পারেন।

এছাড়াও অনলাইন প্রশিক্ষণ, ভেন্ডর সার্টিফিকেশন প্রোগ্রাম, ওয়েবসাইটের ডোমেইন রেজিস্ট্রেশন, হোস্টিং এবং ক্লাউড সল্যুশনসহ বিভিন্ন পেমেন্ট এসআইবিএল ডুয়াল প্রি-পেইড কার্ড-এর মাধ্যমে অনায়াসেই করা যায়।


ঢাকা/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়