ঢাকা     সোমবার   ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৫ ১৪৩১

এনভয় টেক্সটাইলসের মালিকানায় কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২৪  
এনভয় টেক্সটাইলসের মালিকানায় কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে বস্ত্র খতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের মালিকানা কিনেছে কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্লক মার্কেট থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রচলিত বাজার মূল্যে এনভয় টেক্সটাইলের ৩৬ লাখ শেয়ার কিনে নিয়েছে কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। যেটা কোম্পানিটির মোট শেয়ারে ২.১৫ শতাংশ।

জানা যায়, এনভয় টেক্সটাইলের পরিচালক তানভীর আহমেদ ও সুনীল দৌলতরাম দরিয়ানানি কসমোপলিটন ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ডিএসই ও সিএসইর ওয়েবসাইট উল্লেখ করা হয়, কসমোপলিটান ইন্ডাস্ট্রিজ প্রাউভেট লিমিটেড (তানভীর আহমেদ ও সুনীল দৌলতরাম দরিয়ানানি এনভয় টেক্সটাইল লিমিটেড এবং কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের সাধারণ পরিচালক) এনভয় টেক্সটাইলের ৩৬ লাখ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে। প্রচলিত বাজার মূল্যে ব্লক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার ক্রয় করবে প্রতিষ্ঠানটি।

ঢাকা/এনটি/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়