ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রথমবারের মতো সামরিক মহড়ায় একসঙ্গে ভারত-পাকিস্তান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ২৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথমবারের মতো সামরিক মহড়ায় একসঙ্গে ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে ভারত, পাকিস্তান ও চীন। আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বহুদেশীয় সন্ত্রাসদমন মহড়া।

চীনের নেতৃত্বাধীন  নিরাপত্তা জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) তত্ত্বাবধানে এই যৌথ সামরিক মহড়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো)  পাল্টা হিসেবে এই জোট গড়ে তুলেছে চীন।

কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ইউরাল পর্বতমালায় এই সামরিক মহড়া হবে। এসসিও’র আটটি সদস্য দেশই এই মহড়ায় অংশ নেবে। এসসিও গোষ্ঠীর দেশগুলির মধ্যে শান্তিস্থাপন এবং সন্ত্রাসদমনে সহযোগিতা বাড়ানোই এই মহড়ার লক্ষ্য।

গত সপ্তাহে বেইজিংয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন মহড়ায় নয়াদিল্লির অংশগ্রহণের বিষয়েটি নিশ্চিত করেছেন। স্বাধীনতার পর চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের এটাই প্রথম একসঙ্গে কোনো মহড়ায় অংশগ্রহণ। অবশ্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দুই দেশের সেনারাই কাজ করেছে।



রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়