ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাস্কেটবল ইভেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাস্কেটবল ইভেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক : বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পের বাস্কেটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

আজ সোমবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল ৭০-৫৭ পয়েন্টের ব্যবধানে ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।  

এর আগে প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, এমপি। এ সময় তিনি বলেন, শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করে। তরুণরা যত বেশি খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে জাতি গঠনে তাদের ভ’মিকাও আরো জোরালো হবে। ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ স্লোগানের মধ্যেই বিষয়টি পরিস্কারভাবে ফুটে উঠেছে।’

পরে তিনি বাস্কেটবল ড্রপ করে ফাইনালের উদ্বোধন করেন।

ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, এমপি। এআইইউবি’র উপাচার্য্য ড. কারমেন জেড লামাগনা, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার, পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মো. সাইফুল আজম, ডিএমডি কাজী আহসান খলিল এবং পোলার আইস্ক্রিমের এইচর আর বিভাগের প্রধান মেহরাজ হামিদ এসময় উপস্থিত ছিলেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ এপ্রিল ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়