ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাউশির মহাপরিচালকের সঙ্গে আইসিটি শিক্ষকদের সাক্ষাৎ

আহমদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাউশির মহাপরিচালকের সঙ্গে আইসিটি শিক্ষকদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : এমপিওভূক্তির দাবিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহা-পরিচালক ফাহিমা খাতুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্দোলনরত এমপিও বঞ্চিত আইসিটি শিক্ষকগণ।

 

বৃহস্পতিবার  দুপুরে জাতীয় প্রেসক্লাব থেকে আন্দোলনরত শিক্ষকরা একটি মিছিল নিয়ে শিক্ষা ভবনে যান। সেখানে তারা অবস্থান নেন এবং এমপিওভূক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।  

 

এসময় ফাহিমা খাতুন তাদের সাক্ষাত দেন এবং দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। এরপর শিক্ষা ভবন থেকে বের হয়ে শিক্ষকরা পুনরায় জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান নেন।

 

সংগঠনের সহ সভাপতি জুলেখা বেগম জানান, আন্দোলন সফল না হলে আমরা বাড়ি ফিরে যাব না। আমরা শিক্ষামন্ত্রীর আশ্বাস চাই। তিনি চাইলে শিক্ষকদের এ সমস্যার সমাধান সম্ভব।
উল্লেখ্য, এমপিওভুক্তির দাবিতে গত ১৫মে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ এমপিও বঞ্চিত আইসিটি শিক্ষক সংগঠন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জুন ২০১৬/আহমদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়