ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্পেনের দায়িত্ব ছাড়লেন হিয়েরো

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ৮ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পেনের দায়িত্ব ছাড়লেন হিয়েরো

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচের দুইদিন আগে তাড়াহুড়ো করেই দায়িত্বটা পেয়েছিলেন ফার্নান্দো হিয়েরো। রিয়াল মাদ্রিদে চুক্তিবদ্ধ হওয়ার খবরে জুলেন লোপেতেগুইকে বরখাস্ত করে তাকে দেওয়া হয়েছিল প্রধান কোচের দায়িত্ব। কিন্তু বিশ্বকাপ হতাশার পর স্পেনের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হিয়েরো। ফিরবেন না ক্রীড়া পরিচালকের পদেও।

রোববার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এখন তাদের নতুন কোচ খুঁজতে হবে।

লোপেতেগুইকে বরখাস্ত, হিয়েরোর দায়িত্ব নেওয়া- বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বড়সড় একটা ধাক্কাই লেগেছিল স্পেন দলে। তবুও গ্রুপপর্ব পেরিয়ে শেষ ষোলোয় উঠেছিল স্প্যানিশরা। কিন্তু শেষ ষোলোয় স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় ২০১০ সালের চ্যাম্পিয়নদের।

আগে থেকেই ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপের পর হিয়েরো স্পেনের দায়িত্বে থাকবেন না। তবে আরএফইএফ জানিয়েছে, সংস্থাটির কোনো দায়িত্বেই হিয়েরো আর থাকছেন না। কঠিন সময়ে দায়িত্ব নেওয়ায় তাকে ধন্যবাদও জানায় ফেডারেশন।



রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়