ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা

আকাশ বাসফোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা

শেকৃবি প্রতিনিধি : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মো. সাদাত উল্লার বিরুদ্ধে উত্থাপিত জনবল নিয়োগে অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একই সঙ্গে প্রাক্তন এই উপাচার্যের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ অনুসন্ধান সমাপ্ত ঘোষণা করেছে দুদক।

বুধবার অধ্যাপক ড. মো. শাদাত উল্লাকে দুদক থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

দুদকের সচিব ড. মো. শামসুল আরেফিন স্বাক্ষরিত ওই চিঠিতে (স্মারক নং-দুদক/অনু: ও তদন্ত-১/১১৬-১৫) (স্মারক নং ০০.০১.০০০০.৫০১.০১.১১৬.১৫) বলা হয়েছে যে, অভিযোগের সত্যতার পেছনে কোনো প্রমাণ না পাওয়ায় এসব অভিযোগের ‘অনুসন্ধান’ পরিসমাপ্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চিঠির অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ ডিসেম্বর ২০১৮/আকাশ বাসফোর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়