ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ১৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চাঁন্দের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে রাফুল উদ্দিন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী ও চাঁন্দের গাড়ির অন্তত ১৬ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার দুপুরের দিকে ওছখালি-তমরদ্দি সড়কের স্টেডিয়াম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফুল উদ্দিন উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরদিয়া এলাকার মৃত বাবুলের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়া জানায়, দুপুরে একটি যাত্রীবাহী চাঁন্দের গাড়ি ওছখালি বাজারের দিকে আসছিল। পথে গাড়িটি ওছখালি-তমরদ্দি সড়কের স্টেডিয়াম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়িচাপায় ঘটনাস্থলে রাফুল উদ্দিন নিহত ও অপর আরোহী আহত হন। এ সময় গাড়িটি উল্টে পাশের একটি খাদে পড়ে গেলে অন্তত ১৫ যাত্রী আহত হন।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



রাইজিংবিডি/নোয়াখালী/১৩ জানুয়ারি ২০১৯/মাওলা সুজন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়