ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুমিল্লা শিবিরে পেরেরা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ১৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লা শিবিরে পেরেরা

ক্রীড়া প্রতিবেদক : ইনফর্ম থিসারা পেরেরা যোগ দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে। বিপিএলের ষষ্ঠ আসরে কুমিল্লার হয়ে খেলতে আজই ঢাকায় এসেছেন শ্রীলঙ্কান এই পেস অলরাউন্ডার।

গতবার চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন পেরেরা। এবার তাকে ড্রাফট থেকে দলভুক্ত করেছে কুমিল্লা। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক সিরিজে ব্যস্ত থাকায় বিপিএলের শুরু থেকে খেলতে পারেননি পেরেরা।

নিউজিল্যান্ড সফরে ছিলেন এ অলরাউন্ডার। সীমিত পরিসরে দল ভালো না করলেও ব্যাট-বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন পেরেরা। তিন ওয়ানডেতে ব্যাট হাতে তুলেছেন ২২৪ রান। আর বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া একমাত্র টি-টোয়েন্টিতে ১ উইকেট ও ৪৩ রান করেছিলেন ২৯ বছর বয়সি পেরেরা।

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭৪ বলে ১৪০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন পেরেরা। ৮ চার ও ১৩ ছক্কায় হাঁকান ইনিংসটিতে।

গতবার রংপুরকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন লঙ্কান অলরাউন্ডার। ডেথ ওভারে দারুণ বোলিংয়ে একাধিক ম্যাচ জিতিয়েছেন ডানহাতি পেসার। ৮ ম্যাচে ২৪.৬৬ গড়ে, ৮.৫৩ ইকোনমি রেটে নিয়েছিলেন ৯ উইকেট। ব্যাটিংয়ে শেষ দিকে নেমে গুরুত্বপূর্ণ ৯৫ রান করেন ৮ ইনিংসে।

রংপুর পেরেরাকে ছেড়ে দিলেও কুমিল্লা তাকে দলভুক্ত করার সুযোগটি হাতছাড়া করেনি। আজই কুমিল্লা তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে চিটাগং ভাইকিংসের বিপক্ষে। এ ম্যাচে তাকে দেখাও যেতে পারে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়