ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভিকারুননিসায় বেআইনি ভর্তি রোধে দুদকের অভিযান

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভিকারুননিসায় বেআইনি ভর্তি রোধে দুদকের অভিযান

 নিজস্ব প্রতিবেদক : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে অর্থের বিনিময়ে শিক্ষার্থী ভর্তি হচ্ছে, এমন অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি টিম।

বুধবার দুদক হটলাইনে (১০৬) অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের সহকারী পরিচালক মঈনুল হাসান রওশনী ও উপ-সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে একটি অ্যানফোর্সমেন্ট টিম ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালায়।

অভিযানে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি রেকর্ডপত্র যাচাই করা হয়। এছাড়া টিম ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভর্তি কার্যক্রমে কোনোভাবেই যেন দুর্নীতি না ঘটে তা নিশ্চিত করার পরামর্শ দেন।

এ প্রসঙ্গে অ্যানফোর্সমেন্ট টিমের সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘ভর্তিতে কোনো দুর্নীতি বা বেআইনি ভর্তি রোধে দুদক তৎপর রয়েছে। এ বিষয়ে অব্যাহত নজরদারি রাখা হচ্ছে। দুর্নীতি প্রতিরোধে জনসাধারণ যেন দুদক হটলাইনে অভিযোগ দেন।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৯/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়