ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিক্ষক-কর্মচারীদের এমপিও কমিটির সভা দুপুরে

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৯, ২০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষক-কর্মচারীদের এমপিও কমিটির সভা দুপুরে

সচিবালয় প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের এমপিও কমিটির সভা আজ অনুষ্ঠিত হবে।

অধিদপ্তর সূত্র জানায়, রোববার দুপুর আড়াইটায় এই সভা অনুষ্ঠিত হবে। পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

জানা গেছে, অধিদপ্তরে অনুষ্ঠিতব্য সভায় এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড, বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

সাধারণত, এই ধরনের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হয় না। অধিদপ্তরে বৈঠকের এজেন্ডা লিপিবদ্ধ হয়, সেখান থেকে বৈঠকের সিদ্ধান্ত সর্ম্পকে জানা যায়।




রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৯/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়