ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ছিনতাই‌য়ের অ‌ভি‌যো‌গে জ‌বি শিক্ষার্থী ব‌হিস্কার

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছিনতাই‌য়ের অ‌ভি‌যো‌গে জ‌বি শিক্ষার্থী ব‌হিস্কার

জ‌বি প্র‌তি‌নি‌ধি : অশোভন আচরণ এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সাম‌য়িক ব‌হিস্কা‌রের পাশাপা‌শি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিরাজুল ইসলাম নামের এই শিক্ষার্থীকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না সে ব্যাপারে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী তার বন্ধুদের সাথে ঘুরতে এলে তাদেরকে বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে ডেকে নিয়ে যায় ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিরাজুল ইসলাম (আইডি নাম্বার ই-১৬০৬০২০১৬)। তাদের সাথে মিরাজুল অশোভন আচরণ করে এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে ঘটনার সাথে মিরাজুল ইসলামের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ নয় এবং শৃঙ্খলা পরিপন্থী।

 

 

রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/৯ মে ২০১৯/আশরাফুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়