ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিক্ষা উপবৃত্তির টাকা পাঠানো হচ্ছে

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষা উপবৃত্তির টাকা পাঠানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের জুলাই-ডিসেম্বর কিস্তির উপবৃত্তির টাকা সোমবার (৮ জুলাই, ২০১৯) শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্টে পাঠানো শুরু হচ্ছে।

আগামী ১৪ জুলাইয়ের মধ্যে টাকা ৯টি অঞ্চলের শিক্ষার্থীদের টাকা বিকাশ অ্যাকাউন্টে পাঠানো হবে। মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি, দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় এ টাকা পাঠানো হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে বলা হয়, আজ ৮ জুলাই এবং ৯ জুলাই চট্টগ্রাম অঞ্চলের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টাকা বিকাশ একাউন্টে পাঠানো হবে। এছাড়া আগামী ১০ ও ১১ জুলাই ঢাকা অঞ্চলের, ১১ ও ১২ জুলাই রাজশাহী অঞ্চলের, ১২ জুলাই খুলনা অঞ্চলের, ১৩ জুলাই বরিশাল ও সিলেট অঞ্চলের এবং ১৪ জুলাই রংপুর অঞ্চলের উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্টে পাঠানো হবে।

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৯/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়