ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আইডিয়ালের শিক্ষার্থীদের ফোন পোড়ানোর অভিযোগ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইডিয়ালের শিক্ষার্থীদের ফোন পোড়ানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : আইন অমান্য করার অভিযোগে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলেছে কর্তৃপক্ষ। পরে সেগুলো পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, গত শনিবার ক্লাসে মোবাইল ফোন নিয়ে আসার কারণে শিক্ষকরা পাঁচ শতাধিক ফোন জব্দ করে ভেঙে ফেলার পর সেসব পুড়িয়ে ফেলে।

তবে শিক্ষার্থীদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন।

তিনি বলেন, ৫০০ ফোন পোড়ানোর বিষয়টি সঠিক নয়। কয়েকটি ফোন জব্দ করা হয়েছে। শিক্ষার্থীদের সতর্ক করতে সেগুলো পুড়িয়ে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, কলেজে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আছে। তা সত্বেও তারা ফোন নিয়ে আসে। নিয়ম ভঙ্গ করার কারণে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/ইয়ামিন/সাইফ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়