ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সেই নজরুলের স্বপ্নপূরণে ছাত্রলীগ নেতা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই নজরুলের স্বপ্নপূরণে ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ক্যান্টিনে কাজ করে এইচএসসি পাস করার পর অভাবের কারণে নজরুল ইসলামের পড়াশোনা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা দূর হল ছাত্রলীগের এক নেতা পাশে দাঁড়ানোয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের এই কেন্টিনবয় নজরুল ইসলাম দিন-রাত পরিশ্রম করে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৫৮ পেয়ে পাস করেন। দিনে মাত্র দেড়শ’ টাকা রোজগারের পুরো টাকাই তিনি পাঠিয়ে দেন বাড়িতে বাবা-মা ও বোনদের জন্য। 

ক্যান্টিনেই থাকা-খাওয়ার সুবিধা থাকায় তা নিয়ে সমস্যা না হলেও নজরুলের পড়া-লেখা বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়। এ নিয়ে রাইজিংবিডি ‘’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপর নজরুলের পড়াশোনার দায়িত্ব নেন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন।

ছাত্রলীগ নেতা লিমন বলেন, ‘নজরুল আমার ভাই। ভাই থাকতে ভাইয়ের কোনো কষ্ট থাকতে পারে না। নজরুলের স্বপ্নও পূরণ হবে একদিন। তাকে আর ক্যান্টিনে কাজ করতে দেব না। তার বাবা-মায়ের খরচ আমরা চালাবো। এখন থেকে সে আমার সাথে থাকবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আগামী দুই মাস সব কাজ থেকে সে মুক্ত থাকবে। কারণ, এখন নজরুলের স্বপ্নটা আমারও স্বপ্ন হয়ে গেছে।’ 


রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৯/ইয়ামিন/সাজেদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়