ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অচল ঢাকা বিশ্ববিদ্যালয়

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১২, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অচল ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, ব্যাবসায় অনুষদ, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, রেজিস্টার ভবন, সিনেট ভবনের গেটসহ সব গেটে তালা। সব ক্লাস-পরীক্ষা বন্ধ।

ক্যাম্পাস এলাকায় সব যান চলাচলও বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। সবমিলিয়ে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

তাদের দাবি একটাই, সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে। অন্যথায় আন্দোলন থেকে সরবে না তারা।

রোববার সকাল থেকে এ আন্দোলন শুরু করে তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলছেন, ‘ক্লাস, পরীক্ষা বর্জন করে অন্যের ক্ষতি করে কোনো আন্দোলন শুভ হয় না। আমরা তাদের সঙ্গে বসতে চেয়েছি। কিন্তু তারা কোনো কথাই শুনছে না।’

তিনি বলেন, ‘আলোচনা ছাড়া সমাধান হবে কি করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবেকবান। আমরা আশা করছি, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবে।’

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/ইয়ামিন/এনএ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়