ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আজ স্থগিত, কাল আবার আন্দোলন

ইয়ামিন আরচুভ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ স্থগিত, কাল আবার আন্দোলন

নিজস্ব প্রতিবেদক : সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার আন্দোলন স্থগিত করলেও আগামীকাল সোমবার একই সময়ে আবার আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন তারা।

আন্দোলনের মুখপাত্র শাকিল মিয়া বলেন, ‘আমাদের একটাই দাবি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করতে হবে। যেসব ভবন আজ তালা মারা হয়নি সেসব জায়গায়ও কাল তালা লাগানো হবে।’

আজ সকালে কলাভবন, ব্যাবসায় অনুষদ, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, রেজিস্টার ভবন, সিনেট ভবনের গেটসহ সব গেটে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। এতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।

বিশ্ববিদ্যালয় এলাকায় সব যান চলাচলও বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এতে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/ইয়ামিনlইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়