ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সাত কলেজকে বাদ দেওয়ার এখতিয়ার ঢাবির নেই’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সাত কলেজকে বাদ দেওয়ার এখতিয়ার ঢাবির নেই’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ বলেছেন, সাত কলেজের অধিভুক্তি বাতিলের এখতিয়ার আমাদের নেই। এটা পুরোপুরি সরকারি সিদ্ধান্ত।

এছাড়া এ মুহূর্তে উপাচার্য দেশের বাইরে থাকায় অমরা এখন কোনো কার্যকরি সিদ্ধান্ত নিতে পারছি না। এ সময় তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিকে সাত কলেজকে বাদ দেওয়ার এক দফা দাবিতে ক্যাম্পাসের সব ফটকে তালা লাগিয়ে পুরো ক্যাম্পাস অচল করে রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আজ দুপুর ২টায় আন্দোলন স্থগিত করে সোমবার একই সময়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল এ আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।


রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়