ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাতীয় শোক দিবস উপলক্ষে জ‌বিতে আলোচনা

তমাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় শোক দিবস উপলক্ষে জ‌বিতে আলোচনা

জবি প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপল‌ক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যাল‌য়ে (জ‌বি) রাষ্ট্র‌বিজ্ঞান বিভা‌গের আ‌য়োজ‌নে ‘জাতীয় ও আন্তর্জা‌তিক ষড়যন্ত্রের অন্তরা‌লে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃস্প‌তিবার সকাল ১১টায়  বিশ্ব‌বিদ্যালয়ের কেন্দ্রীয় অ‌ডি‌টো‌রিয়া‌মে এই আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড এস এম আনোয়ারা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড.  মিজানুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মূল উদ্দেশ্য ছিলো বঙ্গবন্ধুর বাংলাদেশ ও বাঙালিকে শেষ করা। রাজাকার বাহিনী, বিভিন্ন বাহিনী আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। জাতিসংঘের ১০৯ টি দেশ আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে। অনেক মুসলিম দেশ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে।’

মূল প্রবন্ধে অধ্যাপক ড. এসএম আনোয়ারা বেগম ব‌লেন, ‘একাত্ত‌রে যু‌দ্ধে পা‌কিস্তা‌নের সেনাবা‌হিনী পরা‌জিত হয় কিন্তু রাজাকাররা পরাজয় মে‌নে নি‌তে প‌ারে নি।’

ড. কাজী সাইফুদ্দিন বলেন, ‘একাত্তরে জিয়াউর রহমানের কোন অবদান ছিলো না। স্বাধীনতার বিপক্ষের লোকেরা এখনো এদেশে অবস্থান করছে।’

মূল প্রব‌ন্ধের উপর আ‌লোচনা ক‌রেন বিশ্ব‌বিদ্যাল‌য়ের লাইফ এন্ড আর্থ সা‌য়েন্স অনুষদের ডিন ড কাজী সাইফু‌দ্দিন, ইতিহাস ‌বিভা‌গের তপন কুমার পা‌লিত, রাষ্ট্র‌বিজ্ঞান বিভাগের অধ্যাপক তা‌রিখ হো‌সেন খান।


রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৯/তমাল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়