ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যচিত্র দেখানো হবে ৬৬ হাজার স্কুলে

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যচিত্র দেখানো হবে ৬৬ হাজার স্কুলে

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ৬৫ হাজার ৯০১টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র দেখানো হবে।

এতে জাতির জনকের শিশুকাল থেকে রাষ্ট্রপরিচালনা পর্যন্ত জীবনের নানা দিক তুলে ধরা হবে। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে এ তথ্যচিত্র একযোগে প্রদর্শন করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন জানিয়েছেন, ৬৫ হাজার ৯০১টি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ আগস্টে ওই কর্মসূচি পালন করা হবে। এতে মোট ব্যয় হবে এক কোটি ৪০ লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’এ বইয়ের আলোকে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে। জাতিকে সঠিক ইতিহাস জানানোই এর উদ্দেশ্য।

শ্রেণিকক্ষে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর কর্মজীবন দেখানো ছাড়াও ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বড় পর্দায় শিশুদের সামনে তুলে ধরা হবে।


রাইজিংবিডি/ঢাকা/৬ আগস্ট ২০১৯/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়