ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রুয়েটে বঙ্গবন্ধু কর্নার স্থাপন

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ২৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রুয়েটে বঙ্গবন্ধু কর্নার স্থাপন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের স্মৃতি সংরক্ষণে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে।

সোমবার দুপুরে রুয়েট কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে কর্নারটির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ সময় রুয়েট ভিসি প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. সাইদুর রহমান খান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, রুয়েটের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. শামীমুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।


রাইজিংবিডি/রাজশাহী/২৬ আগস্ট ২০১৯/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়