ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ঢাবি ভিসি-ডিনের পদত্যাগ দাবি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবি ভিসি-ডিনের পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সান্ধ্য কোর্সে চিরকুটের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

একই সঙ্গে ভর্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যায়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের পদত্যাগ দাবি করেন তারা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে এ দাবিতে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। মিছিলটি রাজু ভাস্কার্যের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হর তারা।

এসময় ভর্তিকৃতদের ডাকসুর সদস্যপদ থেকে অব্যহতি এবং বহিষ্কারেরও দাবি জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদারের নেতৃত্বে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাশেদ ইকবাল খান, সহ সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান প্রমুখ।

 

রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়