ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বর্তমান যুগ উদ্যোক্তাদের যুগ’

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বর্তমান যুগ উদ্যোক্তাদের যুগ’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বর্তমান যুগ উদ্যোক্তাদের যুগ। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে।

উপাচার্য দেশের শিল্পখাতসহ সার্বিক উন্নয়নে তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।  সফল উদ্যোক্তা হিসেবে প্রস্তুত হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্টারপ্রেনারশিপ সেন্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেন্টারের নির্বাহী পরিচালক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  এছাড়া, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক এবং উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আব্দুল বাছির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়